
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা অনুযায়ী যে ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার প্রয়োগ শুরুর ইঙ্গিত মিলছে। ইতোমধ্যে যারা ভিসা নীতির আওতায় পড়েছেন তাদের যুক্তরাষ্ট্রের বার্তা জানিয়ে দেবে ঢাকাস্থ দেশটির দূতাবাস।
জানা গেছে, শুক্রবার বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সেই সাক্ষাৎকারে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। তবে যাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে তাদের নাম প্রকাশ করা হবে না। ভিসা নিষেধাজ্ঞা প্রাপ্তদের ব্যক্তিগতভাবে তথ্য জানানো হবে।
এর আগে চলছি বছরের ২৪মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির ঘোষণা করেন। এতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে দেশটির অব্যাহত নজরদারির বিষয়টি স্পষ্ট করেন।
এতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিবারকেও ভিসা দেবে না যুক্তরাষ্ট্র।