বাংলাদেশের সবচেয়ে বেশি অবিবাহিত নারী সিলেটেই

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বাংলাদেশে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে। এমনকি অবিবাহিত নারীর হারও সিলেট বিভাগে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩–এ এই তথ্য প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বিবিএসের ওয়েবসাইটে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অবিবাহিত নারীর হার ২২ শতাংশের বেশি। পুরুষের মধ্যে এ হার সিলেট বিভাগে সবচেয়ে বেশি, প্রায় ৪৫ শতাংশ এবং সবচেয়ে কম রাজশাহী বিভাগে, ৩১ শতাংশ। আর নারীর ক্ষেত্রেও এ হার সিলেট বিভাগে সবচেয়ে বেশি, প্রায় ৩২ শতাংশ এবং রাজশাহীতে সবচেয়ে কম ১৮ শতাংশ।

বাংলাদেশে সরকারিভাবে বিয়ের বয়স নির্ধারণ করা রয়েছে পুরুষের ২১ বছর এবং নারীদের ১৮ বছর। তবে বিবিএসের জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশে বিয়ের গড় বয়স ২৫ বছর। সেই হিসাবে দেশে বর্তমানে বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী-পুরুষ রয়েছেন প্রায় ২ কোটি ৬২ লাখ ৪১ হাজার জন। এর মধ্যে বিবাহযোগ্য পুরুষ ২ কোটি ৯ লাখ ৩৮ হাজার, যার বিপরীতে নারী মাত্র ৫৩ লাখ ৩ হাজার। অর্থাৎ বিবাহযোগ্য পাত্রীর তুলনায় ১ কোটি ৫৬ লাখের বেশি পুরুষ অবিবাহিত।দেশে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে। এমনকি অবিবাহিত নারীর হারও সিলেট বিভাগে বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩–এ এই তথ্য প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বিবিএসের ওয়েবসাইটে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অবিবাহিত নারীর হার ২২ শতাংশের বেশি। পুরুষের মধ্যে এ হার সিলেট বিভাগে সবচেয়ে বেশি, প্রায় ৪৫ শতাংশ এবং সবচেয়ে কম রাজশাহী বিভাগে, ৩১ শতাংশ। আর নারীর ক্ষেত্রেও এ হার সিলেট বিভাগে সবচেয়ে বেশি, প্রায় ৩২ শতাংশ এবং রাজশাহীতে সবচেয়ে কম ১৮ শতাংশ।

বাংলাদেশে সরকারিভাবে বিয়ের বয়স নির্ধারণ করা রয়েছে পুরুষের ২১ বছর এবং নারীদের ১৮ বছর। তবে বিবিএসের জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশে বিয়ের গড় বয়স ২৫ বছর। সেই হিসাবে দেশে বর্তমানে বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী-পুরুষ রয়েছেন প্রায় ২ কোটি ৬২ লাখ ৪১ হাজার জন। এর মধ্যে বিবাহযোগ্য পুরুষ ২ কোটি ৯ লাখ ৩৮ হাজার, যার বিপরীতে নারী মাত্র ৫৩ লাখ ৩ হাজার। অর্থাৎ বিবাহযোগ্য পাত্রীর তুলনায় ১ কোটি ৫৬ লাখের বেশি পুরুষ অবিবাহিত।

SHARE THIS ARTICLE