আইরিশ বাংলা পোস্ট ডেস্কঃ শীঘ্রই বাংলাদেশে নতুন দুটি বেসরকারি এয়ারলাইন্স চালু হতে চলেছে। এয়ারলাইন্সগুলো নাম হলো ফ্লাই ঢাকা ও এয়ার অ্যাসট্রা।
ফ্লাই ঢাকার আবেদন যাচাই-বাছাই করে সিভিল এভিয়েশন অথোরিটি থেকে তাদের এনওসি দেয়া হয়েছে। ফ্লাই ঢাকার মূল মালিকানায় রয়েছেন সাবেক পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও কয়েকজন ব্যবসায়ী। যতটুকু জানা গেছে তারা একটি এটিআর৭২-৬০০ দিয়ে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। ফ্লাই ঢাকা সহসাই আনুষ্ঠানিকভাবে আত্নপ্রকাশ করবে বলে জানা গেছে।
এনওসির অপেক্ষায় থাকা এয়ার অ্যাসট্রার মালিকানায় রয়েছেন জাপান প্রবাসী এক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা।এয়ার এসট্রাও একটি এটিআর৭২-৬০০ তাদের যাত্রা শুরু করার পরিকল্পনা করেছে বলে জানা গেছে। এয়ার এস্ট্রা আগামী ২০২২ সালের জানুয়ারি মাস্যা আত্নপ্রকাশ করার আশা প্রকাশ করেছে।
এয়ার অ্যাসট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘এয়ার অ্যাসট্রা ২০২২ সালের জানুয়ারিতে আকাশে ওঠার জন্য প্রস্তুত। এয়ার অ্যাস্ট্রা সাতটি রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে।’ তিনি আরো বলেন, “এয়ার অ্যাস্ট্রা আই ও এস এ সার্টিফিকেশন পেতে আগ্রহী। আমরা বাংলাদেশে প্রথমবারের মতো কর্পোরেট ও ব্যবসায়িক গ্রাহকদেরদের জন্য বিভিন্ন সুবিধা চালু করবো।।’
বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া গত ২৫ বছরে দেশে ১০টি বেসরকারি এয়ারলাইনস যাত্রা শুরু করলেও এখন মাত্র দুটি বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা ও নভো এয়ার টিকে আছে।কোম্পানি হিসেবে রিজেন্ট এখনো আছে তবে কোভিডের সময় বন্ধ হবার পর এখনো ফ্লাইট পরিচালনায় যুক্ত হয়নি।