বাংলাদেশে পৌঁছেছে চীনের সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ চীনের সিনোফার্ম থেকে কেনা ২০ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৩৪ মিনিটে সিনোফার্মের টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

এর আগে, রাত পৌনে ৯টার দিকে টিকা বহনকারী একটি ফ্লাইট বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে।

ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক অ্যাকাউন্টের জানিয়েছিলেন, ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ১টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা।

বাংলাদেশ সরকার এরমধ্যে চীন সরকারের দেওয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দিয়ে পুনরায় টিকাদান কার্যক্রম শুরু করেছে। রাজধানী ঢাকার ৪০টি কেন্দ্র এবং দেশের সব জেলা হাসপাতালে এই টিকাদান শুরু হয়েছে।

SHARE THIS ARTICLE