বাংলাদেশে রেকর্ড ৪ হাজার ৮ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৪৩

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩০৫ জন। একই সময়ে আরও ৪ হাজার ৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৮ হাজার ৪৮৯ জনে দাঁড়াল।

আজ বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৯২২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২৭ টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫১২৪৪ জনের।

গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছে ১ হাজার ৯২৫ জন। এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছে ৩৮ হাজার ১৮৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

SHARE THIS ARTICLE