আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ২০১০সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন, আয়ারল্যান্ড। একটি পূর্ণাঙ্গ কমিটি ছাড়াও চলছিল নানা এই কমিটির কার্যক্রম। অনেক সামাজিক প্রতিকূলতার কারণে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।
গতকাল ১৯ মার্চ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রেডকাউ হোটেলে প্রধান নির্বাচন কমিশনার জনাব ইকবাল আহমেদ লিটন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিতদের নাম ঘোষনা করেন। জনাব জহিরুল ইসলাম জহিরসভাপতি ও জনাব জাকারিয়া প্রধান সাধারন সম্পাদক নির্বাচিত হোন।
নির্বাচন কমিশনার জনাব ইকবাল আহমেদ লিটন, জনাব আক্তার হোসেন, জনাব জাকির হোসেন ও জনাব আইয়ুব আলী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নতুন কমিটি সকলের সাথে মিলেমিশে সমাজের উন্নয়ন মূলক কাজ করবেন, নির্বাচন কমিশন এমনটাই আশা করেন।
ডাবলিনের নির্বাচনেরর লক্ষ্যে ২৭ পদের জন্য ৪২ জন নমিনেশন পত্র ক্রয় দিয়েছেন। তার মধ্যে থেকে নিজ ইচ্ছায় প্রত্যাহার করেছেন ৬ জন।নিম্নে উল্লেখ করা হলো। সভাপতি # জনাব জহিরুল ইসলাম জহির সহ:সভাপতি:- # মুহাতারাম খায়ের উল্লাহ # জালাল আহমেদ ভুঈয়া # জনাব আরিফুল হক# জনাব রফিকুল ইসলাম # আব্দুর আলমগীর # রুহুল আমিন তালুকদার # জনাব লিয়াকত হোসেন # মোহাম্মদ ইয়াছিন মামুন সেক্রেটারি জেনারেল:- জাকারিয়া প্রধান জয়েন্ট সেক্রেটারি:# জনাব তানভীর শফিক # রাফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক:-# জনাব মনির হুসেইন # জনাব মাহবুব খান কোষাধ্যক্ষ:# জনাব হারুন ইমরান সহ:কোষাধ্যক্ষ# জনাব আব্দুল মুমিন অফিস সেক্রেটারি:# জনাব আবুবকর সিদ্দিক সাংস্কৃতিক সম্পাদক:# জনাব রিতু হুসেইন আলামিন স্পোট’স:-# মোহাম্মদ ইকবাল ধম’বিষয়ক সম্পাদক: শারিফ সরকার আইটি বিষয়ক সম্পাদক:-# জনাব মহিউদ্দিন পাটোয়ারিসহ:আইটি সম্পাদক:- # জনাব রেফায়েত উল্লাহ মহিলা বিষয়ক সম্পাদিকা # ড: ফারজানা ফেরদৌস # মনিকা হুসেইন সুমাইয়া # শামিমা রহমান সমাজকল্যাণ:-# মোহাম্মদ ইব্রাহিম ইয়থ এডুকেশন সম্পাদক:# আব্দুল্লাহ আল কাফি # রাইহান মোহাম্মদ উদ্দিন রাসেল।