শিপন দেওয়ান – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে পৃথিবী যখন কোনঠাসা, তখন ঘাটতি পড়েছে দেশের সকল পেশার মানুষের আয় রুজিতে। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের স্পিন বোলিং কোচ এবং সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি এগিয়ে এসেছেন বিসিবিতে কর্মরত অসচ্ছল কর্মীদের সহযোগিতায়। কিউই এই কোচ বিসিবি কে জানিয়েছেন তার বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ যেনো বিসিবিতে কর্মরত অসচ্ছল কর্মীদের সাহায্য হিসেবে দান করবেন ড্যানিয়েল ভেট্টোরি।