
এ,কে,আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল বুধবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে রেডকাউ ইন হোটেলে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন। সম্মেলনে শুরুতে এ,কে,আজাদ পবিত্র কোরআন পাঠ করেন। জনাব কামাল হোসেনের উপস্থপনায়, জনাব চুন্নু মাতবরের সভাপতিত্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।
বি এস আই এর প্রতিষ্ঠা যাদের উদ্যোগে হয়েছিল প্রজেক্টারের মাধ্যমে তাদের স্মরন করা হয় এবং বিএসআইয়ের বর্তমান কার্যকরি কমিটিকে পরিচয় করিয়ে দেন।
অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নির্বাচিত প্রেসিডেন্ট ও বি এস আইয়ের সম্মানিত উপদেষ্টা জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার বক্তব্য রাখেন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বি এস আই এর ভূয়সী প্রসংশা করেন। তিনি বি এস আইয়ের সাবেক প্রেসিডেন্ট জনাব মনিরুল ইসলামকে সম্মাননা স্বারক প্রদান করেন। বেষ্ট ইয়াং প্লেয়ার হিসাবে মনোনীত হন কাজী ইমন। তাকে ক্রেষ্ট প্রদান করেন তারই পিতা আবাইয়ের ভাইস প্রেসিডেন্ট জনাব কাজী শাহ আলম।
লিমেরিক সিটির সম্মানিত মেয়র জনাব আজাদ তালুকদার বি এস আইয়ের স্মৃতি চারণ করেন। তিনি বি এস আইয়ের সাথে সবসময় ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতে থাকবেন বলে দৃঢ় আশ্বাস ব্যাক্ত করেন। তিনি বি এস আইয়ের সাবেক জেনারেল সেক্রেটার জনাব আবদুল মান্নান মানকে সম্মাননা স্বারক প্রদান করেন।

আবাইয়ের জেনারেল সেক্রেটারী জনাব আনোয়ারুল হক আনোয়ার বর্ষসেরা ব্যাট্মিন্টন খেলোয়াড় জনাব আজহারকে সম্মাননা স্বারক প্রদান করেন। বিশিষ্ট ব্যাবসায়ী ও বিএসাইয়ের সম্মানিত উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম বেষ্ট ইয়থ ফুটবল প্লেয়ার আরমান রহমানকে সম্মাননা স্বারক প্রদান করেন।

বিএসআইয়ের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ মোস্তফা বিএসআইয়ের সফলতা কামনা করেন এবং বিএসআইকে সকলে সহযোগীতার করার আহবান জানান। তিনি ক্রিকেট প্লেয়ার অফ দ্যা ইয়ার জস উদ্দিন তমালকে সম্মাননা স্বারক প্রদান করেন।
আবাইয়ের সাবেক সেক্রেটারী জেনারেল জনাব ইকবাল মাহমুদ ২০২২ ও ২০২৩ইং সালের প্লেয়ার অফ দ্যা ইয়ার আবু বকর সিদ্দিককে সম্মাননা স্বারক প্রদান করেন।
বি এস আইয়ের সাবেক প্রেসিডেন্ট জনাব মনিরুল ইসলাম বেষ্ট কেরাম অফ দ্যা ইয়ার জনাব আবদুল মান্নান মানকে সম্মাননা স্বারক প্রদান করেন।

সদ্য বিদায়ী জেনারেল সেক্রেটারী জনাব হাবিবুর রহমান বিগত দুই বছরে যে সকল কাজ করেছেন তার বর্ননা করেন। তিনি সকল সফলতার কৃত্তিত্ব দেন উপস্থিত সকলকে এবং সকল ব্যার্থতার দায়ভার নেন নিজেই। যারা সবসময় সংগঠনের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানান।
জনাব আলমগীর হোসেন বিগত দুই বছরের হিসাব প্রদান করেন।
জনাব চুন্নু মতবর সবাইকে ধন্যবাদ জানান এবং সবাইকে বিএস আইয়ের সাথে থেকে সহয়তা করার অনুরোধ জানান।

পরে ইংল্যান্ডে সফরকৃত আয়ারল্যান্ডের ক্রিকেট টিম ও স্পন্সরবৃন্দকে সম্মাননা স্বারক প্রদান করেন জনাব জহিরুল ইসলাম জহির, জনাব জামাল বসির, জনাব জসিম দেওয়ান, জনাব আবদুল মুহিত, জনাব ইঞ্জামামুল হক জুয়েল, জনাব কবির আহমেদ, জনাব আবদুল মোতালেব।
মিডিয়া ব্যাক্তিত্ব হিসাবে সম্মাননা স্বারক পেলেন জনাব সৈয়দ জুয়েল, জনাব এ,কে,আজাদ,জনাব মশিউর রহমান, জনাব মাহিদুল আলম সবুজ, জনাব মনিরুজ্জামান মানিক।

নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন জনাব আজাদ তালুকদার, জনাব হামিদুল নাসির, জনাব জাকারিয়া প্রধান।
২০২৪-২০২৫ এই দুই বছরের জন্য যারা নির্বাচিত হয়েছেন তা নিন্মে প্রদান করা হলোঃ
প্রেসিডেন্ট – জনাব চুন্নু মাতবর
ভাইস প্রেসিডেন্ট – জনাব শিহাবুদ্দৌলা বিজয়
ভাইস প্রেসিডেন্ট – জনাব মোজাম্মেল হক
ভাইস প্রেসিডেন্ট – জনাব রাব্বি খান
ভাইস প্রেসিডেন্ট – জনাব নজরুল ইসলাম মানিক
জেনারেল সেক্রেটারী- জনাব কামাল হোসেন
জয়েন্ট সেক্রেটারী- জনাব এ,কে,আজাদ
সাংগঠনিক সম্পাদক -জনাব আওলাদ হোসেন সোহেল
টেজারার – মোঃ আলমগীর হোসেন
আই টি সেক্রেটারী- শুন্য পদ
অফিস সেক্রেটারী- শুন্য পদ
মেম্বার- জনাব গোলাম মোরশেদ কামরুল
মেম্বার- জনাব আবদুল জলিল
মেম্বার- জনাব বদুরুজ্জামান মাসুম
মেম্বার- জনাব ফিরোজ আহমেদ
মেম্বার- জনাব বদরুল আলম হাবিব