বারে বারে রিমান্ডে পাঠানোর জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন মহানগরের দুই হাকিম

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে চিত্রনায়িকা পরিমনির জামিন প্রদান বিষয়ক মামলায় ঢাকা মহানগরের দুই হাকিমের পক্ষে মামলা উপস্থাপনা করেন আইনজীবী আব্দুল আলিম মিয়া জুয়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। এছাড়া রিট আবেদনকারী পক্ষের আইনজীবী জেড আই খান পান্না ও পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমানও শুনানি করেন।

গত ৪ঠা আগস্ট ঢাকার বনানীর বাসা থেকে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব) চিত্রনায়িকা পরী মনিকে গ্রেপ্তারের পর মাদক মামলায় তিন দফায় মোট টানা সাত দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রায় এক মাস পর জামিনে তিনি মুক্তি পান।

পরীমনিকে বার বার রিমান্ডে পাঠানোর বৈধতা প্রশ্নে স্বতঃস্ফূর্ত রুল চেয়ে গত ২৯শে আগস্ট হাই কোর্টে আবেদন করে মানবাধিকার ও আইনি সহায়তাকারী সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরী মনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর বিষয়ে আর ব্যাখ্যায় না গিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। তারা বলেছেন, ভবিষ্যতে রিমান্ড মঞ্জুর বা বিচারিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, রিমান্ড মঞ্জুর করার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করবেন। ভবিষ্যতে এ ধরনের ভুল আর করবেন না। 

ক্ষমা প্রার্থনাকারী বিচারক দেবব্রত বিশ্বাস দ্বিতীয় দফায় পরীমনির দুই দিন এবং আতিকুল ইসলাম তৃতীয় দফায় এক দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরীমনিকে প্রথমে চার দিন, দ্বিতীয় দফায় দুই দিন, তৃতীয় দফায় এক দিনসহ মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এই মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফাও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে রিমান্ড আবেদনের সময় সতর্ক থাকবেন বলে জানিয়েছেন।

পরিমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করার ব্যাখ্যা তলব করেছিলেন আদালত। গত ২রা সেপ্টেম্বর হাইকোর্ট দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুরের ব্যাপারে দুই বিচারকের কাছে লিখিত ব্যাখ্যা চান। দুই বিচারক ব্যাখ্যা দেন, যা ১৫ই সেপ্টেম্বর হাইকোর্টে উপস্থাপন করা হয়। তবে প্রথম দফায় তাঁদের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেন নি হাইকোর্ট। এবারে উনাদের পক্ষে নিঃশর্ত মার্জনা চেয়ে আবেদন করলেন তাদের আইনজীবী। আবেদনের ব্যাপারে শুনানির পর আগামী ২৫শে নভেম্বর রায়ের জন্য রেখেছেন আদালত।

তথ্যসূত্রঃ বিডি নিউজ ২৪.কম, প্রথম আলো

SHARE THIS ARTICLE