বায়ুদূষণে শ্বাসনালির রোগে ভুগছে নিম্ন আয়ের মানুষ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রাজধানীর শ্যামপুর ও ধলপুরের নিম্ন আয়ের বাসিন্দারা বায়ু দূষণজনিত রোগ লেরেঞ্জিয়াল, হাঁপানি ও শ্বাসনালির সমস্যায় ভুগছে।  ঘনবসতিপূর্ণ ওই দুই এলাকায় বায়ুর ঘনত্ব স্বাভাবিক মাত্রার চেয়ে পাঁচ গুণ বেশি হওয়ায় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যা দেখা যাচ্ছে। গতকাল প্ল্যানের উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে প্রকাশিত ‘লোকালাইজড পলিউশন ইন দ্য কনটেক্সট অব ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক গবেষণার ফলাফলে এসব তথ্য উপস্থাপন করা হয়।

গবেষণায় দেখা যায়, বায়ু দূষণজনিত সমস্যায় বেশি ভুগছেন নারীরা। মূলত রান্নার জন্য ব্যবহূত মাটির চুলা এবং জ্বালানি হিসেবে ব্যবহূত বায়োমাসের ফলেই নারীরা হাঁপানি ও শ্বাসনালির সমস্যায় বেশি ভোগেন। দীর্ঘ সময় চুলোর পাশে থাকতে হয় এবং এটা দীর্ঘদিন চলতে থাকার ফলে পুরুষের তুলনায় নারীরা বেশি শিকার হন বায়ু দূষণজনিত রোগের।

ওই দুই এলাকার পানি পরীক্ষায় দেখা গেছে, উভয় এলাকার নমুনা পানিতেই অতিরিক্ত দূষণের মাত্রা পরিলক্ষিত হয়েছে। এছাড়া পানিতে অগণিত ইকোলাই ও কোলিফর্মের অস্তিত্ব পাওয়া গেছে। গবেষণা এলাকায় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং ক্লোরিন কনসেন্ট্রেশনের পরিমাণও অনেক বেশি।

গবেষণা এলাকায় বসবাসরত স্থানীয়রা দীর্ঘদিন পানি সংকটে ভুগছেন। বিশেষ করে পানির দূরবর্তী উৎস, পানির অপর্যাপ্ততা ও ব্যবহার অনুপযোগী পানি ইত্যাদি। অধিকাংশ ক্ষেত্রে নারীকে পানি সংগ্রহের জন্য ৫ থেকে ১০ মিনিট পথ হাঁটতে হয়। লাইনে দাঁড়িয়ে দেড়-দুই ঘণ্টা অপেক্ষা করতে হয় পানি সংগ্রহের জন্য। প্রতি মাসে প্রতিটি বসতবাড়ি গড়ে ৪০০-৫০০ টাকা বিল দিলেও মেলে না ব্যবহারযোগ্য পানি।

SHARE THIS ARTICLE