বিএনপির মওদুদ নুরের দলে ভিড়তে চান

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ দলবদলের স্রোতে গা ভাসিয়ে বেশ কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ ভোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় না আসার কারণে সুবিধাবাদী এই রাজনীতিবিদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিপি নুরুল হক নুরের দলে ভিড়তে চান।

নির্ভরযোগ্য সূত্র বলছে, ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুর রাজনৈতিক দল গঠন করে আলোচনায় থাকতে চেষ্টা করছেন। দল গঠনের চূড়ান্ত কোনো রূপরেখা তৈরি করা হয়নি। তবে দল গঠনের আগেই মৌনভাবে নুরের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার মওদুদ। গোপনে আইনি বিষয়সহ পুরো রাজনৈতিক তৎপরতা দেখভাল করছেন তিনি। প্রয়োজনে বিভিন্ন দিকনির্দেশনাও দিচ্ছেন।

দায়িত্বশীল সূত্রের তথ্য মতে, রাজনীতিতে অভিষেকের পর থেকে যেখানে ক্ষমতার স্বাদ রয়েছে, সেখানে ছুটে গেছেন মওদুদ। নিজের স্বার্থের বাইরে কখনই তার কাছে দলীয় সংগঠন গুরুত্ব পায়নি। এ কারণে সবার কাছে তিনি ‘সুবিধাবাদী মওদুদ’ নামেই পরিচিত।

নাম প্রকাশ না করার শর্তে একজন নেতা জানান, মওদুদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। আইনমন্ত্রী থাকাকালীন তিনি নিজের পছন্দের লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বিচারপতিদের অবসরের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করেন। পরে তা নিয়ে বাঁধে বিপত্তি।

অভিযোগ রয়েছে, দল বদল করতে করতে জীবন সায়াহ্নে এসে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। প্রথমে ছাত্রলীগ, পরে বিএনপি হয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। সেখানে সুবিধা আদায় করেন। জাতীয় পার্টির দুর্দিন শুরু হলে লাফ দিয়ে চলে আসেন বিএনপিতে। এখন নতুন করে আবারো সুবিধার আশায় সাবেক ডাকসু ভিপি নুরের দল থেকে ‘ফায়দা’ তোলার চেষ্টা অব্যাহত রেখেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদতে ব্যারিস্টার মওদুদ আহমেদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। তিনি সুবিধাবাদী, এটাই তার প্রকৃত পরিচয়। তাই তার থেকে সবার সতর্ক থাকা একান্ত জরুরি। অন্যথায় তার লালসার ‘সুবিধাবাদী’ ফাঁদে পড়ে অনেকেই বিপদে পড়বেন।

SHARE THIS ARTICLE