
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ চলমান দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন ৫৫৫ জন। এ নিয়ে গত চারদিনে ঢাকায় গ্রেপ্তার হলেন মোট দুই হাজার ৪৯৪ জন।
মঙ্গলবার (২৭ জুলাই) এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, বিধিনিষেধের পঞ্চম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিধিনিষেধে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১১ লাখ ৭৩ হাজার টাকা।
তিনি আরো বলেন, সরকার করোনার সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে বৃষ্টি উপেক্ষা করে পঞ্চম দিনেও রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়া এবং প্রতিষ্ঠান খোলা রাখায় ২৩৬ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে চার লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়।
সোমবার লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
গত পরশু বিধিনিষেধ অমান্য করায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়।