
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জীবনে বিভিন্ন বিপদ-আপদ ও রোগ-ব্যাধি দেখা দেয়। মহান আল্লাহর কাছে এসব বিপদ সুরক্ষা চাওয়া মুমিনের কর্তব্য। রাসুল (সা.) দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বিপদমুক্তি চেয়েছেন।
দোয়াটি হলো-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً
উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাযি আফানি মিম্মাবতালাকা বিহী, ওয়া ফাদ্দালানি আলা কাসিরিম মিম্মান খালাকা তাফদিলা।
অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আপনাকে যে পরীক্ষায় ফেলেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের উপরে আমাকে অধিক সম্মানিত করেছেন।
হাদিস : ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিপদগ্রস্ত বা রোগাক্রান্ত কাউকে দেখে এই দোয়া পড়বে তাকে ওই বিপদ বা রোগ আক্রান্ত করবে না। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৯২)