বিভ্রম

বিভ্রম
– কামরুন নাহার রুনু

বাতাসে উড়ছে আগুন। দাউ দাউ মহানগরের দিকে
পাখিরা হারাচ্ছে পালক।
ব্র্যাকেটবন্দী জীবন নিঃশ্বাস ছেড়ে এখন,নিশ্চুপ
ধ্বনির যাবতীয় কলরোল। এই সম্ভ্রান্ত শহরের পিচঢালা
পথে ঘাসের মস্তক থেকে আমরা এখন দূরত্বের
আড়াল। দেহের কর্মশালা বিসর্জন দিয়ে চলছি
গন্তব্যবিহীন লাশবাহী যানে। পথিমধ্যে হারয়েছি
অসংখ্য হৃৎপিন্ডের আওয়াজ। চোখ এখন কুয়াশার
নদী যেনো অন্ধ বেতফল। অর্বাচীন পোকা মাকড়ের
স্তূপে পরিভ্রমণে ব্যস্ত দোজকি জল্লাদের হাত।
মানুষের সাথে সাথে নিরুদ্দেশ আজ নদী আর
বনস্পদ। এ নখর সংসারের দেহ ভরা শ্যাওলার ঘ্রাণ।
জিওল জীবন ধাবমান ঘুঙুরের পদটীকায়।
…১৩/০৬/২০২০

SHARE THIS ARTICLE