বিশ্বব্যাপী বিজ্ঞাপন পদ্ধতিতে পরিবর্তন আনছে গুগল

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী বিজ্ঞাপন পদ্ধতিতে পরিবর্তন আনছে গুগল। তারা জানিয়েছে, বিভিন্ন বিষয়ের অপব্যবহার না করা নিশ্চিত করতে এমন পরিবর্তন আনা হবে। ফ্রান্সে গুগলের বিরুদ্ধে বিশাল অংকের জরিমানা হওয়ার পর এ কথা জানিয়েছে সংস্থাটি।

অনলাইনে বিজ্ঞাপন আধিপত্যের কারণে গুগলকে ২২০ মিলিয়ন ইউরো (২৬৭ মিলিয়ন ডলার বা ২২৬৪ কোটি টাকা) জরিমানা করেছে ফ্রান্স। দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা (কম্পিটিশন রেগুলেটর) সোমবার এই জরিমানা করে।

নিউজ করপোরেশন, একটি ফরাসি দৈনিক এবং বেলজিয়ামের গ্রুপ রোসেল গুগলের বিরুদ্ধে তাদের ওয়েবসাইট এবং অ্যাপের বিজ্ঞাপন বিক্রির ওপর কার্যকরভাবে একচেটিয়া আধিপত্য রাখার অভিযোগ আনে। শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় গুগলকে জরিমানা করে সংস্থাটি।

প্রতিযোগিতা কর্তৃপক্ষ নির্ধারণ করে, গুগল তার নিজস্ব বিজ্ঞাপন ইনভেন্টরি নিলাম পরিষেবা অ্যাডএক্স এবং ক্লায়েন্টদের বিজ্ঞাপন চয়ন এবং কিনতে দেওয়ার জন্য তার রিয়েল-টাইম প্ল্যাটফর্ম অ্যাড এক্সচেঞ্জকে ডাবলক্লিক করার জন্য অগ্রাধিকার দিয়েছে।

এক ব্লগ পোস্টে গুগল ব্যাখ্যা করেছে, কীভাবে প্রতিষ্ঠানটি নিজের ‘অ্যাড ম্যানেজার’ এবং তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সার্ভারের মধ্যে আন্তঃব্যবহার উন্নত করে প্রকাশকদের “বর্ধিত নমনীয়তা” দেওয়ার মাধ্যমে তার বিজ্ঞাপন নীতিমালা পরিবর্তনের পরিকল্পনা করেছে।

গুগল ফ্রান্সের আইনি পরিচালক মারিয়া গোমরি এক বিবৃতিতে বলেন, পরিবর্তনগুলো প্রয়োগ করার আগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উন্নয়ন করা হচ্ছে।

গুগলের বিজ্ঞাপন বিভাগ অতীতেও ফরাসি নিয়ন্ত্রকদের তদন্তের মুখোমুখি হয়েছে। ২০১৯ সালে ফ্রান্স গুগলকে অস্বচ্ছ এবং অপ্রত্যাশিত বিজ্ঞাপন বিধির জন্য ১৬৭ মিলিয়ন ডলার জরিমানা করে। সে সময় কোনও ঘোষণা ছাড়াই গুগল ফরাসি একটি সংস্থার বিজ্ঞাপন অ্যাকাউন্ট স্থগিত করে দিয়েছিল।

SHARE THIS ARTICLE