বিশ্বের কাছে আমরা মিথ্যাবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছি: জি এম কাদের

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে কথা উঠলে সরকারের পক্ষ থেকে এটিকে হাস্যকর হিসেবে উড়িয়ে দেওয়া হয়। ফলে সারা বিশ্বের কাছে আমরা মিথ্যাবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছি।’

জি এম কাদের বলেন, কেউ দুর্নীতির সমালোচনা করলে সরকার তাকে ষড়যন্ত্রকারী ও রাষ্ট্রবিরোধী মনে করে। সঠিকভাবে দেশ পরিচালনা করতে চাইলে সমালোচনা শুনতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।

জন্মাষ্টমী উপলক্ষে আজ জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দায় এড়াতে পারে না।

গত বৃহস্পতিবার জন্মাষ্টমি উপলক্ষে চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে গিয়ে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার তা-ই করার অনুরোধ করেছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে প্রতিবেশী বন্ধুদেশ ভারতকেও অস্বস্তিতে ফেলেছে বলে আজ মন্তব্য করেন জি এম কাদের।

SHARE THIS ARTICLE