আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে ট্রেন, গাড়ি ও নৌকা চলাচলের জন্য পাহাড়ের নিচ দিয়ে টানেল পথ রয়েছে। তবে জাহাজ চলাচলের জন্য এখন পর্যন্ত কোনো টানেল নির্মাণ হয়নি। এবার সেই উদ্যোগই গ্রহণ করেছে নরওয়ে সরকার। সব ধরনের জাহাজ চলাচলের উপযোগী একটি টানেল নির্মাণ করতে যাচ্ছে তারা। যা হবে বিশ্বের মধ্যে প্রথম।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, টানেলটির দৈর্ঘ্য হবে ১ হাজার ৭০০ মিটার ও প্রশস্ত ১১৮ ফুট। সবকিছু ঠিক থাকলে আসন্ন ২০২২ সালেই এটির নির্মাণ কাজ শুরু করা হবে। যা শেষ হতে তিন থেকে চার বছর সময় লাগবে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার (নরওয়ের মুদ্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ক্রোনার)।
অবশ্য কয়েকবছর আগেই এটি নির্মাণের ঘোষণা দেয় নরওয়েজিয়ান উপকূলীয় প্রশাসন। টানেলটির অবস্থান উত্তর-পশ্চিম নরওয়ের স্টাডভেট সাগরের উপদ্বীপে একটি পর্বতের নিচ দিয়ে।