“বিষণ্ণতা”
রহমান ফাহমিদা
একা একা চলেছি পথে
পথ তো হয় না শেষ!
যতই সামনে এগিয়ে চলি,
রয়ে যায় স্মৃতির রেশ।
দু’চোখ বেয়ে পড়ছে যখন
অঝোর জলের ধারা;
ভাবেনা মন অপেক্ষায় তখন
রয়েছে তারা কারা?
সময়ের নিয়মে সময় চলে যায়
বয়ে চলে বিষণ্ণ বাতাস!
দিনের শেষে তেমনই রাত হয়
পড়ে থাকে হাহুতাশ।
সাঙ্গ হয়েছে ভবের খেলা
সাঙ্গ হয়েছে সব,
এখন শুধু অপেক্ষার পালা
ডাকবে কখন রব!