বুকে আগুন জ্বলছে।
আয়েশা আহমেদ
কি করে লিখি নির্লজ্জ হায়েনাদের কাহীনি?
মায়েদের কুরে কুরে খাচ্ছে শয়তান বাহীনি!
চোখে পানির বদলে রক্ত ঝরছে
কত হাজারো মায়েরা ধূকে ধূকে মরছে।
তাদের কথা বলতে ,লজ্জায় কুকরে কুকরে যাই
কোথায় বাংলার দামালরা ,কোথায় তোমরা ভাই?
তোমাদের কি নাই কোন অনুভুতি?নাই লাজলজ্জা?
তোমাদের মা বোনকে বিবস্র করে বানিয়েছে ওরা ফুলসজ্জা।
কতগুলো কুলান্গার লুটছে বাংলার ইজ্জত
পাকহানাদেরকে হার মানিয়ে করছে জাতিকে বেইজ্জত।
কোথায় আজ নজরুলের বিদ্রোহের সুর ,কেউ কি বাজাবে?
কেউ কি হুন্কারিবে “কান্ডারি হুশিয়ার”,আবার হাল
ধরবে?
নেমেছে কেড়ে নিতে বাংলার,ইজ্জত ,অহংকার,নেমেছে অসুর।
আর কত লুটে নেবে ইজ্জত একের পরএক মা বোনের।
সময় এসেছে জেগে উঠ সবাই নিয়ে মাবোন দের
ইজ্জত হারাবার আগে দায়ের আঘাতে গর্দান কেড়ে
নাও ওদের।
বুকে এখন আগুন জ্বলছে,ধ্বংস করো জারজদের
পরাজয় সারা বাংলার ,নয় শুধু ধর্ষিতাদের।
সরকার এখন কি করবে সেটাই দেখার বিষয়
কোনভাবেই মানবো না মায়েদের এ পরাজয়।