
ওবায়দুল হক মানিক, আমিরাতঃ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই। মধ্যপ্রাচ্যের বিশ্ব বিখ্যাত টুরিস্ট এরিয়া এই দুবাইতে।কাতার ফুটবল বিশ্বকাপ কে সামনে রেখে ফুটবলপ্রেমীরা দুবাইয়ে অন এরাভল ভিসা পাবে। বেশিরভাগ মানুষ থাকবে দুবাই, দুবাই থেকে খেলা দেখতে যাবেন। দুবাই থেকে কাতারে ফ্লাইটে প্রতিদিন টুরিস্টদের নেওয়া আনা করবে। টুরিস্টরা বেশিরভাগ থাকবে দুবাইয়ের হোটেলে। আর এর ধারাবাহিকতায় বুর্জ খলিফা ও অন্যান্য হোটেলের দাম জানতে চাই পর্যটকরা।
বুর্জ খলিফায় একটি ফ্ল্যাটের দাম প্রায় ২০০ কোটি।১৬৩ তলার বুর্জ খলিফা অনেক রেকর্ডের অধিকারী। ২০০৯ সালে এর নির্মাণকার্য সম্পন্ন হয়। একে পৃথিবীর উচ্চতম বহুতল হিসাবে ঘোষণা করা হয়। ২০১০ সালের ৪ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন হয়।

পৃথিবীর উচ্চতম বহুতল। যেন বিস্ময়ের প্রতীক হয়ে মাথা তুলে আছে দুবাইয়ের বুর্জ খলিফা। সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম আকর্ষণ গগনচুম্বী এই বহুতলকে নিয়ে পর্যটকদের উৎসাহের শেষ নেই। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিয়ো মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা ৯০০। তাতে ৩৫ হাজারের বেশি মানুষ থাকেন।

এই বহুতলের নামকরণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন প্রেসিডেন্ট খলিফা বিন জ়ায়েদ আল নাহ্ইয়ানের নামে। প্রথমে এর নাম ছিল বুর্জ দুবাই। পরে প্রেসিডেন্টের সম্মানার্থে নাম পরিবর্তন করা হয়।পৃথিবীর উচ্চতম বহুতলে থাকার খরচ কম নয়। এখানে ৪ থেকে ৫ বেডরুমের কোনও অ্যাপার্টমেন্টের মূল্য ২ কোটি ৭ লক্ষ ডলার (বাংলাদেশী ২০০ কোটি টাকার বেশি)। বুর্জ খলিফায় এক একটি স্টুডিয়ো অ্যাপার্টমেন্টের দাম ২০ লক্ষ আরবীয় মুদ্রা (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি ৩০ লক্ষ টাকা)।