আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। স্থানীয় সময় রবিবার তাঁর করোনা শনাক্ত করা হয়। করোনাভাইরাসের হালকা উপসর্গ রয়েছে তার শরীরে। প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের প্রধান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়ছে, অস্টিনের অবস্থা স্বাভাবিক রয়েছে। আগামী ৫ দিন তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকবেন।

এদিকে অস্টিন বলেছেন, তিনি পুরোপুরি টিকা নিয়েছেন। এমনকি তিনি করোনা টিকার বুস্টার ডোজও নিয়েছেন। এ জন্য তিনি মারাত্মকভাবে আক্রান্ত হননি। টিকা নেওয়ার কারণে তিনি এখন অনেকটায় স্বাভাবিক রয়েছেন।

করোনার টিকার কার্যকারিতা রয়েছে উল্লেক করে অস্টিন সবাইকে করোনা টিকার পূর্ণ ডোজ নেওয়ার পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারেও উৎসাহিত করেছেন।

অস্টিন বলেন, সর্বশেষ তিনি গত ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্পর্শে ছিলেন। ওই সময় তিনি করোনা আক্রান্ত ছিলেন না।

এক বিবৃতিতে অস্টিন জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত তিনি নিয়মিত তাঁর দাপ্তরিক কাজ করে যাচ্ছেন। তিনি ভার্চ্যুয়ালি বিভিন্ন মিটিংয়ে অংশ নিয়ে তাঁর দায়িত্ব পালন করছেন।

এর আগে গত অক্টোবরে বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া সম্প্রতি করোনার ওমিক্রন ধরন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার পর কংগ্রেসের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

SHARE THIS ARTICLE