বেগমপাড়ার ৯০ শতাংশ বাড়িই আমলাদেরঃ জাপার গোলাম কিবরিয়া

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যারা বিদেশে টাকা পাচার করে বেগমপাড়ায় বাড়ি করেছেন তাদের ৯০ শতাংশ আমলা বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য গোলাম কিবরিয়া। গতকাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

বিরোধী দলের এ সংসদ সদস্য বলেন, ‘‌এতদিন শোনা যেত কানাডায় বেগমপাড়া। কতদিন আগে দেখা গেল লন্ডনে বেগমপাড়া। বেগমপাড়া বলতে মানুষ মনে করে এটা সংসদ সদস্যরা করেছেন। যারা টাকা পাচার করে বিদেশে বাড়ি করেছেন, যাদের কারণে বেগমপাড়া নামটি এসেছে, তাদের শতকরা ৯০ ভাগ আমলা।’

গোলাম কিবরিয়া বলেন, ‘‌আগে মানুষ মনে করত একটি বিশেষ বাহিনী ঘুস খায়। এখন এমন কোনো দপ্তর নেই যেখানে ঘুস খায় না। যারা ঘুস খায় না, দুর্নীতি করে না তারা এখন সংখ্যালঘু, তারা দুর্বল ও বোকা কর্মকর্তা। তাদের তেমন কোনো কাজও নেই। এখন বড় রাঘববোয়ালরা আর টাকা বা ডলারে ঘুস খান না। তারা এখন সোনার বার ঘুস হিসেবে নেন। সব জায়গায় সিন্ডিকেট করে কর্মকর্তারা দুর্নীতি করেন। টাকা না দিলে কাজ হয় না। মাসের পর মাস ঘুরতে হয়। গিয়ে কর্মকর্তাদের পাওয়া যায় না।’

তিনি ‌বড় রাঘববোয়ালদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, ‘‌বড় বড় রাঘববোয়াল কারা, এদের খুঁজে বের করেন। আমরা যদি জানতে পারি, এ দেশে যাদের জানার দায়িত্ব তারা কেন জানবে না। তারা অবশ্যই জানে। না জানলে তাদের বাদ দিয়ে যারা জানে তাদের দায়িত্ব দেন। এমন লোক বসান যারা বসলে ঘুস, দুর্নীতি বন্ধ হবে।’

পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলার দিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়ে গোলাম কিবরিয়া বলেন, ‘‌পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এই পার্বত্য চট্টগ্রামের জনগণের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বৃহৎ সেনাবাহিনী পাঠানো দরকার। পার্বত্য চট্টগ্রামের জন্য কমপক্ষে তিন লাখ সেনা সদস্য দরকার। সে সঙ্গে আধা সামরিক বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কমপক্ষে পাঁচ লাখ সদস্য দরকার। যাতে একজন লোকও অপহরণের শিকার না হয়, কারো প্রাণ না যায়।’

SHARE THIS ARTICLE