ব্রাসেলস সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে আমন্ত্রণ জানিয়েছে ইইউ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইইউ সোমবার জানিয়েছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগেই জানা গিয়েছিলো যে এই সপ্তাহের মধ্যেই তিনি ব্রাসেলসে আসতে পারেন।

ইইই এর জাতীয় নেতাদের নিয়ে গঠিত ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল জেলেন্সকিকে “ভবিষ্যতের একটি শীর্ষ সম্মেলনে ব্যক্তিগতভাবে অংশ নেওয়ার”জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মিশেলের এক মুখপাত্র টুইট করে এ কথা জানান।

জেলেনস্কি কবে এই আমন্ত্রণ গ্রহণ করতে পারেন সে বিষয়ে মুখপাত্র ব্যারেন্ড লেইটস কিছু বলেননি। তবে একথা নিদ্র্দিষ্ট করে বলেছেন যে “নিরাপত্তাজনিত কারণে” এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হবে না।

চলতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার ব্রাসেলসে ইইউ’র পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জেলেনস্কি এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন এবং তিনি ইউরোপীয় পার্লামেন্টের একটি অধিবেশনে ভাষণ দিতে পারেন।

ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কেউ কেউ উল্লেখ করেন, যদি এই ধরনের সফরের খবর আগে থেকেই ফাঁস হয়ে যায়, তবে এটি ইউক্রেনের যুদ্ধকালীন নেতার জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে । একই সাথে, এ কারণে তার সফরের সম্ভাবনাও হ্রাস পেতে পারে।

জেলেন্সকির অফিস এই বিষয়ে মন্তব্য করতে সাড়া দেয়নি।

জেলেন্সকি যদি এ সপ্তাহে ব্রাসেলস সফর করেন, তাহলে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর।

প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসে ভাষণ দিতে, গত ডিসেম্বরে জেলেন্সকি ওয়াশিংটন সফর করেছিলেন।

SHARE THIS ARTICLE