ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ থেকে ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বাদল সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদল নাটঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে। এ ঘটনায় নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে এরশাদ (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম বার্ধক্যজনিত কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কাশেমের স্থলে তার ছেলে এরশাদ এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম গণমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে গিয়েছিল এরশাদ ও বাদলসহ কয়েকজন। সেখান থেকে মোটরসাইকেলে করে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদল মারা যান। গুরুতর আহত এরশাদকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরার চেষ্টা চলছে।

SHARE THIS ARTICLE