আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন প্রবীণরা। সেই সঙ্গে কো-মর্বিডিটি থাকলে প্রাণঘাতী হয়ে উঠছে কোভিড-১৯। সেই প্রবীণদের ওপরেই অসাধারণ কাজ করছে অক্সফোর্ডের কোভিড টিকা। টিকা নেওয়া ব্যক্তিদের কার্যকারিতার পরীক্ষায় উল্লেখযোগ্য সাড়া মিলেছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে অক্সফোর্ড সূত্রে খবর, নভেম্বরের গোড়াতেই সাধারণ মানুষকে টিকা দেওয়া শুরু হয়ে যেতে পারে ব্রিটেনে। সেই কারণে একটি হাসপাতালকে টিকা দেওয়ার বন্দোবস্ত করে রাখার জন্য নির্দেশ পাঠানো হয়েছে।অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে কোভিড টিকা তৈরির কাজ করছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। সারা বিশ্বে টিকা তৈরির দৌড়ে সবচেয়ে আগে রয়েছে এই টিকা। পরীক্ষামূলক প্রয়োগের শেষ ধাপের কাজও চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে বলে জানা গেছে। সাধারণ মানুষ টিকা পেতে পারেন এ বছরের শেষের দিকেই। এমন পরিস্থিতিতে পরীক্ষামূলক প্রয়োগে প্রবীণদের ক্ষেত্রে অ্যান্টিবডি এবং টি-সেল তৈরিতে সবচেয়ে ভালো কাজ করছে। এই ফলাফলে উত্সাহিত অক্সফোর্ডের গবেষকরা।করোনা আক্রান্ত প্রবীণদের এই টিকা দিলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যাচ্ছে বলে দাবি। তবে এটা প্রাথমিক ফলাফল। এর সমর্থনে আরো জোরালো তথ্য-প্রমাণ জোগাড়ে কাজ করছেন বিজ্ঞানীরা।