ভালো থাকিস বন্ধুরা
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার
নস্টালজিয়া স্মৃতি, কভু আনন্দের, কভু বেদনার
ভালো থাকিস বন্ধুরা
হয়ে, বর্ধিষ্ণূ জীবনের আলোকবর্তিকা
ক্ষয়িষ্ণু সময়ের সঞ্চালিকা
দার্শনিক বলয়ের অনুভূতিকা
ধর্মীয় অনুশাসনের অনুবর্তিকা
ভালো থাকিস বন্ধুরা,
এ শুধু সময়ের প্রান্তরে আশার মরীচিকা
কেউ সুস্থ থাকে, হয়ে, জীবনের অনূরণিকা
কেউ সুস্থতা মাগে, পথে প্রান্তরে, নুয়ে বনবীথিকা
কেউ সুস্থরাগে, গায়, গীতি সঞ্চারিকা
কেউ সুস্থপাতে, আঁকে, চিত্রকনিকা
ভালো থাকিস বন্ধুরা,
এ ত এক অনন্য প্রার্থনা
কেউ বেচে থাকে হয়ে ইতিহাসের, উড়ন্ত পতাকা
কেউ বেচে থাকে হয়ে দর্শনের, দিগ্বিজয়ী শলাকা
কেউ বেচে থাকে হয়ে রাজত্বের , ধর্ষিত তরুমল্লিকা
কেউ বেচে থাকে, অদৃশ্য জগতে, হয়ে অশান্ত পঞ্জিকা
নস্টালজিয়ার স্মৃতি কভু আনন্দের, কভু বেদনার
ভালো থাকিস বন্ধুরা আমার
জীবনের এই প্রান্তে, মধ্যস্থলে, প্রান্তে আর অনন্ত অঙ্গনে
অফুরন্ত আকাশের নীল সীমানায়।।
৫ জুন, ২০২০ইং