ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার পাশে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড

মশিউর রহমান: গতকাল মঙ্গলবার ১৪ই ফেব্রুয়ারী ২০২৩ বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের পক্ষ থেকে তুরস্ক ও সিরিয়ায় ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন‌্য €7415.00 ইউরো অর্থ অনুদান তুরস্কের এ‌্যাম্বাসেডর Hakan Olcay এর হাতে তুলে করা হয়।

May be an image of 6 people and people standing

তুরস্কের এ‌ম্বাসেডর Hakan Olcay অত‌্যন্ত আন্তরিকতার সাথে সবাইকে স্বাগত জানান এবং অর্থ অনুদানের এর আগে বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশনের কর্মকর্তাগন এ‌্যাম্বেসীতে প্রবেশ করলে এ‌্যাম্বাসীর কর্মকর্তাগন তাদের স্বাগত জানান এবং বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশনের কর্মকর্তাগন শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তুরস্কের এ‌্যাম্বাসেডর Hakan Olcay অত‌্যন্ত আন্তরিকতার সাথে বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশনের কর্মকর্তাগনকে তার দাপ্তরিক অফিস কক্ষে সাদর অভ‌্যর্থনা জানান এবং অর্থ অনুদানের জন‌্য ধন‌্যবাদ দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, ” আপনাদের এই সযোগীতার জন‌্য আমি তুরস্কের জনগন ও তুরস্কের সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন‌্য আপনাদের এই ভালোবাসার জন‌্য ধন‌্যবাদ জানাই। আপনাদের সহযোগীতা আমাদের কাছে খুবই মুল‌্যবান”।

May be an image of 6 people, people standing, outdoors and text that says "© GREATER GREATERCOM/LANETNPASOCATIOT Û COMILLA WELFARE OF IRELAND THE 8.000 বহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড EST: 17-10-2022"

আনষ্ঠানিকতার শেষে মাননীয় এ‌্যাম্বাসেডর Hakan Olcay বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশনের কর্মকর্তাগনের সাথে ছবি তুলেন এবং করমর্দন করেন। এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড এর প্রধান উপদেষ্টা জনাব আক্তার হোসেন, উপদেষ্টা জনাব মনিরুল ইসলাম মনির, উপদেষ্টা মশিউর রহমান, উপদেষ্টা জনাব আব্দুল মান্নান (Dublin) ও জনাব আব্দুল মান্নান (Limerick)

উল্লেখ‌্য, গত ৬ই ফেব্রুয়ারী সোমবার ২০২৩ ভোররাত তুরস্কের স্থানিয় সময় ৪টা ১৭মিনিটে ৭. ৮ মাত্রার এক শক্তিশালী ভুমিকম্পে তুরস্কের বিস্তীর্ণ এলাকা সহ সিরিয়া সীমান্ত এলাকা কে্ঁপে উঠে এবং ধ্বংশস্তুুপে পরিনত হয়। এসময় প্রচন্ড ভুকম্পন ৮০ সেকেন্ড স্থায়ী ছিল। এতে প্রায় ২০ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং ভমিকম্পের ৯ম দিন পর্যন্ত মৃতের সংখ‌্যা ৪১ হাজার। এখনো বহু সংখ‌্যক মানুষ নিখো্ঁজ। ধারনা করা হচ্ছে মৃতের সংখ‌্যা ১লাখ ছাড়িয়ে যেতে পারে।

মশিউর রহমান, সম্পাদক, আইরিশ নোটিশ বোর্ড।

SHARE THIS ARTICLE