ভুয়া অতিরিক্ত সচিবের বিরুদ্ধে মামলা করবেন মুসা বিন শমসের

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃভুয়া অতিরিক্ত সচিবের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করবেন বলে জানালেন ব্যবসায়ী মুসা বিন শমসের। তিনি বলেছেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের একজন মিথ্যাবাদী। আমিও প্রতারণার শিকার হয়েছি। এ ভুয়া অতিরিক্ত সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, তার বিরুদ্ধে মামলা করব।’
গতকাল মঙ্গলবার বিকালে ডিবি কার্যালয়ে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এই ব্যবসায়ী বলেন, ‘একজন ফ্রড (প্রতারক) লোক অতিরিক্ত সচিব পরিচয়ে ভুয়া কার্ড ছাপিয়ে আমার অফিসে গিয়েছিল। আমার সঙ্গে বিভিন্ন সময় ছবি তুলেছিল এবং সে মাঝে মাঝে আমার সঙ্গে বসে ঊর্ধ্বতন লোকদের সঙ্গে কথা বলতো। তাদের মধ্যে আইজিপি, আর্মির জেলারেলসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতো। আমার বিশ্বাস ছিল যে, সে (আব্দুল কাদের) অতিরিক্ত সচিব। কিন্তু পরে প্রমাণিত হলো, সে অতিরিক্ত সচিব না, সে একজন ভুয়া অতিরিক্ত সচিব। পরে তাকে বের করে দিলাম আমি।’
আব্দুল কাদের তার আইন উপদেষ্টা ছিল না বলেও দাবি করেন মুসা বিন শমসের। তিনি বলেন, ‘আব্দুল কাদের মিথ্যা কথা বলেছে। সে আমার আইন উপদেষ্টা ছিল না।’
ডিবিতে জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাইল তিনি বলেন, ‘ডিবি আমাকে আব্দুল কাদেরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং আমি যা যা জানি সবকিছু স্পষ্ট বলেছি। আমার বক্ত্যব্যে ডিবি পুলিশ সন্তুষ্ট।’

SHARE THIS ARTICLE