ভূমিকম্পের পর দ্রুত পুনর্নির্মাণের প্রতিশ্রুতি তুরস্কের

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে ফেলে দ্রুতই বড় ধরনের পুনর্নির্মাণকাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক সরকার।

তুরস্কের দক্ষিণের হতাই প্রদেশের প্রায় অর্ধেক ভবন হয় ভূমিকম্পে ধসে গেছে অথবা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো আর বসবাসের উপযোগী নেই। তুরস্ক সরকার ক্ষতিগ্রস্ত ওই ভবনগুলো দ্রুত ভেঙে ফেলে পুনর্নির্মাণ কাজ শুরু করার কথা বলেছে। খবর রয়টার্সের

ধ্বংসস্তূপের পাশেই নামাজ পড়ছেন এক ব্যক্তি। ছবি: আল-জাজিরা

দেশটির পরিবেশ ও নগরায়নমন্ত্রী মুরাত কুরুম এক টুইটে বলেন, ‘যেসব ভবন ভাঙা প্রয়োজন আমরা দ্রুতই সেগুলো ভেঙে ফেলে নিরাপদ বাড়ি তৈরির কাজ শুরু করব।’

গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোররাতে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপের কাছে হওয়া ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।

বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে উভয় দেশে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন লাখ লাখ মানুষ। যারা বেঁচে গেছেন তাদের প্রচণ্ড ঠান্ডার মধ্যে গৃহহীন ‍অবস্থা চরম দুর্ভোগে রয়েছেন।

SHARE THIS ARTICLE