ভয়ঙ্কর রূপ নিচ্ছে ‌‘ডিমনেশিয়া রোগ’, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

কাশেম বিন হোসাইন: ডিমনেশিয়া (স্মৃতিভ্রম) এমন একটি সিনড্রোম, যে ক্ষেত্রে স্মৃতিশক্তি, চিন্তাভাবনা, আচরণ এবং প্রতিদিনের কাজ শেষ করার ক্ষমতা হ্রাস পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মতে, বিশ্বব্যাপী প্রায় ৫০ মিলিয়ন মানুষের ডিমনেশিয়া রয়েছে এবং এর ৬০ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী ৫৫ মিলিয়নেরও (৫ কোটি ৫ লাখ) বেশি মানুষ ডিমনেশিয়া (স্মৃতিভ্রম) নিয়ে বেঁচে আছে। এটি একটি স্নায়বিক ব্যাধি যা তাদের স্মৃতিশক্তি বিলোপ করে। এই রোগের কারণে বিশ্বে প্রতিবছর ১.৩ ট্রিলিয়ন ডলার ব্যয় হয়।

স্ট্রোক, মস্তিষ্কের আঘাত বা আল্জ্হেইমের রোগের কারণে এই রোগ বৃদ্ধি পাচ্ছে। ২০৩০ সালের মধ্যে ৭৮ মিলিয়ন এবং ২০৫০ সালের মধ্যে ১৩৯ মিলিয়ন (১৩ কোটি ৯০ লাখ) মানুষ এই রোগে আক্রান্ত হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ডব্লিউএইচও ‘স্মৃতিভ্রংশের সমস্যা সামলানোয় বিশ্বব্যাপী গণস্বাস্থ্য ব্যবস্থার পদক্ষেপ সংক্রান্ত প্রতিবেদন’ প্রকাশ করে। এই প্রতিবেদনে সংখ্যাটির উল্লেখ করা হয়েছে। খবর আল জাজিরার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ২০৫০ সালের মধ্যে সারা পৃথিবীতে প্রায় ১৪ কোটি ব্যক্তিকে স্মৃতিভ্রংশের সমস্যা নিয়েই জীবন যাপন করতে হবে। এই সংখ্যাটি হচ্ছে, ২০১৯ সালের সংখ্যার চেয়ে প্রায় আড়াই গুন বেশি।

প্রতিবেদনে বলা হয় ২০১৯ সালে সারা পৃথিবীতে স্মৃতিভ্রংশে ভুক্তভোগী ব্যক্তির সংখ্যা ছিল ৫ কোটি ৫২ লক্ষ। এই সংখ্যাটি হচ্ছে ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের মোট সংখ্যার ৬ দশমিক ৯ শতাংশ।

এক বিবৃতিতে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, ‘পৃথিবী ডিমনেশিয়া রোগ মোকাবিলায় ব্যর্থ করছে। এটি আমাদের সবাইকে আঘাত করে।’

বাংলাদেশে ডিমনেশিয়া পরিস্থিতি

বাংলাদেশে ৬০ বছর বয়সী এবং এর চাইতে বেশি বয়সীদের প্রতি ১২ জনের মাঝে একজন ব্যক্তি ডিমনেশিয়ায় আক্রান্ত। এর মধ্যে পুরুষদের চাইতে মহিলাদের ডিমনেশিয়া’র প্রকোপ ২ দশমিক ৫ গুণ বেশি।

শহর ও গ্রামীণ অঞ্চলে খুব বেশি প্রার্থক্য দেখা না গেলেও দেশে অন্যান্য বিভাগের তুলনায় রাজশাহী ও রংপুরে ডিমনেশিয়ার প্রকোপ সবচাইতে বেশি। ষাটোর্ধ্বদের মাঝে যারা কখনও স্কুলে যাননি ও যাদের স্বামী বা স্ত্রী নেই তাদের মধ্যে ডিমনেশিয়ার প্রকোপ অন্যদের চাইতে বেশি দেখা গেছে।

সম্প্রতি আইসিডিডিআরবি ও স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের যৌথ সহযোগিতায় ‘বাংলাদেশের প্রবীণ ব্যক্তিদের মধ্যে ডিমনেশিয়ার ব্যাপকতা: জাতীয় সমীক্ষার ফলাফল’ শীর্ষক ওয়েবিনারে এ তথ্য জানানো হয়।

SHARE THIS ARTICLE