
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি গতকাল মঙ্গলবার বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। চাদের সামরিক সূত্রে প্রকাশ যে, দেশের উত্তর সীমান্তে বিদ্রোহীদের সাথে এক সংঘর্ষে মারাত্নক আঘাতের ফলে তার জীবনের অবসান হয়। সামরিক সূত্র জানিয়েছে যে, সপ্তাহান্তে প্রেসিডেন্ট ডেবি রাজধানী এঞ্জামেনা থেকে কয়েকশত কিলোমিটার উত্তরে বিদ্রোহী ফ্যাক্ট গ্রুপের সাথে যুদ্ধরত রাষ্ট্রীয় সেনাবাহিনীর ফ্রন্ট প্রত্যক্ষ পরিদর্শনে গেলে এই দুর্ঘটনা ঘটে।

৬৮ বছর বয়স্ক ইদ্রিস ডেবি বিগত তিন দশক থেকে এই দেশটির শাসক ছিলেন। সাম্প্রতিক অন্তর্বতিকালীন নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই সীমান্ত এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। ঐ নির্বাচনে তিনি ৮০ শতাংশ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো প্রেসিডেন্ট পদে জয় পেয়েছিলেন।
ইতিমধ্যে চাদের বর্তমান সরকার ও সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী ১৮ মাস দেশটি ১৫ সদস্য বিশিষ্ট সামরিক কাউন্সিল শাসন করবে বলে জানিয়েছে সেনাবাহিনী। নিহত প্রেসিডেন্টের ছেলে ৩৭ বয়স্ক চার তারকা জেনারেল মহামাত ইদ্রিস ডেবি ইটনো ১৫ সদস্যের এই পরিচালনা পরিষদের নেতৃত্ব দিবেন।
![Mahamat Kaka, otherwise known as Mahamat Idriss Deby Itno, was named interim president by a transitional council of military officers [Reuters]](https://www.aljazeera.com/wp-content/uploads/2021/04/2021-04-20T142045Z_1033731392_RC2QZM95TRSF_RTRMADP_3_CHAD-DEBY.jpg?resize=770%2C513)
এদিকে বিদ্রোহী ফ্যাক্ট গ্রুপ সেনাবাহিনীর এই ঘোষণা ফিরিয়ে দিয়ে বলেছে, দেশে রাজতন্ত্র চলছেনা যে প্রেসিডেন্টের পুত্র ক্ষমতায় আসবেন, এমনকি এটি সামরিক শাসন নয়। তারা সামরিক বাহিনীর ক্ষমতা গ্র্রহণ এবং ঘোষণাকে মেনে না নিয়ে বলেছে তারা দ্রুত রাজধানী এঞ্জামেনার দিকে এগুচ্ছে।
পশ্চিমা বিশ্বে এ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে কেননা ইদ্রিস ডেবি দীর্ঘদিন থেকে পশ্চিমা বিশ্বের বন্ধু হিসেবে দেশ শাসন করে আসছিলেন। ক্ষমতার এই পালাবদলে কি হয় সেটা দেখার বিষয়।
সংবাদ সূত্র বি বি সি, রয়টার, সি এন এন