আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের সমাজ কল্যাণ বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, কোভিড -১৯ মহামারীর কারণে যারা চাকুরী হারিয়েছেন তাদের জন্য আয়ারল্যান্ড সরকার, মহামারি বেকার ভাতা হিসাবে এ পর্য্যন্ত সর্বমোট ৪০০ কো্টি ইউরো ব্যয় করেছে।
এই সপ্তাহে ৩ লক্ষ ৪২ হাজার ৫০৫ জন এই বেকার ভাতা পাচ্ছেন। গত সপ্তাহে এই সংখ্যা ছিল ৩ লক্ষ ২৯ হাজার ৯৯১ জন, এক সপ্তাহে এই সহায়তায় নূতন করে যুক্ত হয়েছেন ১২ হাজার ৫০০ জন।
অক্টোবরের শেষে আরও ২ লক্ষ ৩ হাজার ১৭২ জন লাইভ রেজিস্টারে ছিলেন অর্থাৎ তারা জব সিকার বেনিফিট কিংবা এলাউন্স পাচ্ছিলেন। তাই, বর্তমানে সর্বমোট, ৫ লক্ষ ৪৫ হাজার ৬৬৭ জন মানুষ তাদের আয়ের জন্য পুরোপুরি রাষ্ট্রের উপর নির্ভরশীল।
দুই সপ্তাহ আগে বেকার ভাতা সহায়তায় এক সপ্তাহে ব্যয় হয়েছিলো ৮ কোটি ৫৬ লক্ষ ইউরো, গত সপ্তাহে এই ব্যয় বেড়ে দাঁড়িয়েছিল ৯ কোটি ৫৫ লক্ষ ইউরো আর এই সপ্তাহে ব্যায় হচ্ছে ৯ কোটি ৯০ লক্ষ ইউরো।
আয়ারল্যান্ডের সর্বমোট জনসংখ্যা ৫০ লক্ষ এর মধ্যে মহামারীর কারণে যখন প্রথম লক ডাউন দেয়া হয়েছিলো সেই সময়ে মে মাসের প্রথম দিকের এক পরিসংখ্যানে দেখা গিয়েছিলো যে সর্বমোট ৫ লক্ষ ৯৮ হাজার মানুষ এই বেকার ভাতা সহায়তা হিসেবে নিচ্ছিলেন। লক ডাউন খুলে দেয়া হলে অনেকেই আবার কাজে ফিরে যেতে থাকলে এই সংখ্যা কমে গিয়েছিলো, এখন লক ডাউনের কারণে এই সংখ্যা আবার বাড়ছে।
ইতিবাচক সংবাদ হলো, গত সপ্তাহে প্রায় ৩৭০০ জন তাদের বেতার ভাতা গ্রহণ বন্ধ করে দিয়েছিলেন, এদের মধ্যে ২৩১৯ জন ইতিমধ্যে তাদের কাজে ফিরে গিয়েছেন।
এই সপ্তাহে ১ লক্ষ ৯ হাজার ৯৪ জন আবাসন এবং খাদ্য পরিষেবা, ৫৫ হাজার ৫১৬ জন পাইকারি ও খুচরা বাণিজ্য এবং ৩০ হাজার ১৪১ জন্য অন্যান্য সেক্টর যেমন হেয়ার ড্রেসার ও বিউটি সেলুন ইত্যাদি সেক্টর থেকে কাজ হারিয়ে বেকার ভাতা গ্রহণ করছেন।
এদিকে, মার্চ মাস থেকে ৬৬ বছরের নীচে যাদের বয়স, যারা মেডিকেল সার্টিফিকেট অনুসারে সপ্তাহে ৩৫০ ইউরো করে বর্ধিত অসুস্থতা বেনিফিট পাচ্ছেন তাদের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৮০৩ জনে। এই সপ্তাহে এই বর্ধিত অসুস্থতা বেনিফিটের সুবিধা আরও ৩ হাজার ৩২ জন পাচ্ছেন।
সমাজ কল্যাণ বিভাগ থেকে আরও জানানো হয়েছে যে, যারা নিজস্ব কর্মসংস্থানে আছেন (সেলফ এমপ্লোয়েড), যেমন ট্যাক্সি ড্রাইভার, আর্টস/বিনোদন কর্মী এবং অন্যরা তাদের বেকার ভাতার পাশাপাশি মাসে আরও ৪৮০ ইউরো করে উপার্জন করতে পারবেন। যারা নিজস্ব কর্মসংস্থান করেন (সেলফ এমপ্লোয়েড) তারা যদি বেকার ভাতা কিংবা জব সিকার পেমেন্ট থেকে বেরিয়ে আসতে চান তাহলে তাদের জন্য আছে পার্ট টাইম জব ইনসেন্টিভ স্কিম।
আয়ারল্যান্ড একটি সমাজ কল্যাণ রাষ্ট্র। বর্তমানে এই দেশের জি ডি পি (পি পি পি) ৮৬ হাজার ৯৮৮ আমেরিকান ডলার যা বিশ্বের চতুর্থ। কোভিড-১৯ মহামারি এই রাষ্ট্রের অর্থনীতির উপর মারাত্নক আঘাত হেনেছে তারপরও রাষ্ট্র তার নাগরিকের ভরণপোষণের দায়িত্ব পালন করে চলেছে দ্বিধাহীন চিত্তে, বিগত প্রায় ৮ মাস থেকে। এই বিপুল অর্থ ভর্তুকি দিয়ে দেশের অর্থনীতি আর কতদিন সামাল দিতে পারবে তা আজ প্রশ্নের সম্মুখীন। মহামারির সাথে এই রাষ্ট্রের উপর ব্রেক্সিটের মত আরেকটি বোঝা এগিয়ে আসছে। তবুও সরকার দৃপ্ত শপথে দ্বিতীয় দফা লক ডাউনের সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি। এখানে অর্থ আর সম্পদের চেয়ে জীবনের মূল্য অনেকখানি, যা বিশ্বের অনেক দেশে দেখা যায়না। মানুষের দৃঢ় আশা সহসাই কোভিড-১৯ পরাজিত হবে, বিজয়ী হবে সভ্যতা, আবারো জীবন উদ্দীপ্ত হবে, কর্মজীবি মানুষ ফিরে যাবে কাজের ভুবনে। দেশ ও জাতি এগিয়ে যাবে উন্নতির সোপানে।।
তথ্য সূত্রঃ আর টি ই, জার্নাল.আই ই