মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়েছে , যৌথ ঘোষণা নেপাল-চীনের

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ৮৬ সেন্টিমিটার উচ্চতা বেড়েছে মাউন্ট এভারেস্টের। মঙ্গলবার মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতার কথা যৌথভাবে ঘোষণা করল নেপাল এবং চীন। এই দুই দেশের দাবি অনুযায়ী, মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা হলো ৮,৮৪৮ মিটার ৮৬ সেন্টিমিটার।

বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সঠিক উচ্চতা নিয়ে দীর্ঘ দিন ধরেই একটা মতভেদ তৈরি হয়েছিল চীন এবং নেপালের মধ্যে। দুই দেশই নিজ নিজভাবে এভারেস্টের উচ্চতা পরিমাপ করে। ১৯৫৪ সালে সার্ভে অব ইন্ডিয়া যে পরিমাপ করেছিল তাতে বলা হয়েছিল বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা ৮,৮৪৮ মিটার (২৯ হাজার ২৮ ফুট)। নেপাল সেই পরিমাপকেই মান্যতা দেয়।

11 Bengalies have conquerd Everest. dgtl -Ebela.in

অন্যদিকে, ১৯৭৫ এবং ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা মাপে চীন। প্রথমবারে তাদের হিসেব অনুযায়ী এভারেস্টের উচ্চতা ছিল ৮,৮৪৪ মিটার ১৩ সেন্টিমিটার। ২০০৫ সালে তারা দাবি করে এভারেস্টের উচ্চতা ৮,৮৪৪ মিটার ৪৩ সেন্টিমিটার। অর্থাৎ সার্ভে অব ইন্ডিয়ার পরিমাপের থেকে প্রায় ৪ মিটার মিটার কম।

২০১৫-র ভয়াবহ ভূমিকম্পের পর নেপাল সরকার ঘোষণা করে এভারেস্টের উচ্চতা বেড়েছে। বিশেষজ্ঞদের দাবি, ২০১৫-য় নেপালে ভূমিকম্পের ফলে হিমালয় পর্বতমালায় ব্যাপক পরিবর্তন আসে। যার জেরে উচ্চতারও পরিবর্তন হতে পারে এভারেস্টের। এমনটাও জানিয়েছিলেন তারা।

শৃঙ্গ জয়ের ঝুঁকি কমাতে পর্বতারোহীদের জন্য 5G পরিষেবা চালু হচ্ছে মাউন্ট  এভারেস্টে!

২০১৯-এ নেপাল সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি চিনফিং যৌথভাবে এভারেস্টের উচ্চতা মাপার বিষয়টি স্থির করে আসেন। এরপর দুই দেশ যৌথভাবে এভারেস্টের উচ্চতা মাপে। মঙ্গলবার এভারেস্টের নতুন উচ্চতা প্রকাশ করল তারা।

এ প্রসঙ্গে নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গায়ালি বলেন, ‘একটা ঐতিহাসিক মুহূর্ত। মাউন্ট সাগরমাথা চোমোলুংমা (তিব্বতি ভাষায় মাউন্ট এভারেস্টের নাম)-র নতুন উচ্চতা নির্ধারণ করলাম আমরা।’

SHARE THIS ARTICLE