
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন আরো ১০ জন। তাদের মাগুরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মাহাবুব জানান, যশোর থেকে মাগুরাগামী বিসমিল্লাহ নামের বাসটি মহাসড়কের রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের হেলপার মামুন মিয়ার (২০) বাড়ি শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ গ্রামে। এছাড়া নিহত নারী শালিখা উপজেলার দিঘলগ্রামের বারি মিয়ার স্ত্রী সহিরন নেছা (৫০) ও শতখালী গ্রামের হারুন মিয়ার স্ত্রী নাজমা খাতুন (৩২)। এছাড়া নিহত আরেক যুবকের পরিচয় তাত্ক্ষণিক পাওয়া যায়নি।
এদিকে টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন আরাফাত হোসেন ও দেলোয়ার হোসেন। নিহত আরাফাত একমি কোম্পানির এবং দেলোয়ার গ্লুটেক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে সখীপুরে দায়িত্বরত ছিলেন। তাদের সহকর্মীরা জানান, আরাফাত হোসেনের বাড়ি নাটোর ও দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলযোগে সখীপুরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে আরাফাত ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান।
রাত সাড়ে ১১টার দিকে সখীপুর থানা-পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।