মাত্র ৯৯ ভোট পেলেন আওয়ামী লীগ প্রার্থী জান্নাতুল বকেয়া

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ কক্সবাজারের কৈয়ারবিল ইউনিয়ন নির্বাচনে মাত্র ৯৯ ভোট পেয়েছেন আওয়ামী লীগের (নৌকা) চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল বকেয়া রেখা।

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত তৃতীয় দফা নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগও পাননি জান্নাতুল বকেয়া। এ কারণে তার জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন অফিস। 

উপজেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউপিতে ভোট পড়েছে ৯ হাজার ৯৯৮টি। নৌকা প্রতীকে জান্নাতুল বকেয়া পেয়েছেন ৯৯ ভোট।

তৃতীয় দফায় কক্সবাজারের ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১৫টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বক্স ভাঙচুরের কারণে বারবাকিয়া ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে। 

কক্সবাজার ইউপি নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ ও ৯টিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

SHARE THIS ARTICLE