মানুষের ত্বকে ৯ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে করোনা।

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রতিষেধক আবিষ্কারের দৌড়ে বিজ্ঞানীরা অনেকটাই এগিয়ে গেলেও এখনো করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার কোনো নিশ্চয়তা মেলেনি। খুব শিগগিরই এর হাত থেকে রেহাই মিলেছে না বলেও ইতোমধ্যেই আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে পরিচ্ছন্নতা নিয়ে আরও সাবধানী না হলে আরও বিপদ ঘনিয়ে আসছে বলে এবার সাবধান করেছেন জাপানের গবেষকরা। তাদের দাবি, মানুষের ত্বকের ওপর ৯ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে করোনা ভাইরাস। তাই কোভিড আক্রান্ত বা অন্য কেউ যার ত্বকে আগে থেকেই ভাইরাসটি রয়েছে, তাদের সংস্পর্শে এলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটা বেড়ে যেতে পারে। স্পর্শ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে কিনা, তা নিয়ে গবেষণা করছিলেন ওই গবেষকরা। ক্লিনিক্যাল ইনফেকশস ডিজিসেস জার্নালে তাদের গবেষণাপত্রটি প্রকাশ হয়েছে। তাতে বলা হয়েছে, সাধারণ ফ্লু ভাইরাস (ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস) মানব ত্বকের ওপর সাধারণত ১০৮ মিনিট বেঁচে থাকে। কিন্তু নভেল করোনা ভাইরাস মানব ত্বকের ওপর ৯ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে ল্যাবরেটরির ভেতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ যেহেতু এক নয়, তাই বিষয়টি আরও বিশদে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা প্রয়োজন। কোভিড রোগীর মৃত্যুর পর তার ময়নাতদন্তে ত্বকের নমুনা সংগ্রহ করে গবেষণাটি চালিয়েছেন জাপানের গবেষকরা। তাতে দেখা গেছে, ইথানল প্রয়োগের ১৫ সেকেন্ডের মধ্যে করোনা ভাইরাস এবং ফ্লু ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়। হ্যান্ড স্যানিটাইজারেও ইথানল থাকে। তাই ঘন ঘন হাত ধোওয়ার ওপর জোর দিয়েছেন গবেষকরা। সংক্রমণ ঠেকাতে ঘন ঘন হাত ধোওয়া যে জরুরি মহামারীর শুরু থেকেই বলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

SHARE THIS ARTICLE