আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। কারফিউ, করোনা সংক্রমণের ভয় কোনো কিছুই থামাতে পারছে না বিক্ষোভকারীদের। কিন্তু অতীতেও ফ্লয়েডের মতোই মৃত্যু হয়েছে এমন অনেক কৃষ্ণাঙ্গের। যুক্তরাষ্ট্রে এর আগে অনেক কৃষ্ণাঙ্গই স্বীকার হয়েছে পুলিশি আগ্রাসনের।
আর সেই সংখ্যাটাও নেহায়েত কম না। সম্প্রতি এক গবেষণা তথ্যে জানা গেছে, ২০১৩ থেকে ২০১৮ সাল এই ছয় বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে প্রায় সাত হাজার ৬৬৬ জন কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়েছে। ম্যাপিং পুলিশ ভায়োলেন্স নামে একটি গবেষণা ও সহয়তা সংস্থার তথ্য অনুযায়ী বিষয়টি জানা যায়।