মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ।

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ নতুন করে নয়টি দেশকে যুক্ত করেছে দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার মালেশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামা জানায়, মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া। বার্নামার প্রতিবেদনে দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের উদ্ধৃতি দিয়ে বলা হয়, যেসব দেশে দেড় লাখের বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে, সেসব দেশকে এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এতে বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, দীর্ঘমেয়াদি অভিবাসন পাসধারী যেমন-স্থায়ী বাসিন্দা, মালয়েশীয় নাগরিকদের বিদেশি স্বামী বা স্ত্রী এবং সরকারের বিশেষ ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রবাসী কর্মসূচির আওতায় যারা আছেন তারাও এই নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত হবেন।

SHARE THIS ARTICLE