মাস্ক ব্যবহার করে সংক্রমণ ১% এর নিচে নামানো সম্ভব!

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। বাংলাদেশেও সময়ের সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও লকডাউন, হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে করোনার বিস্তাররোধের চেষ্টা চলছে। তবে হেলদি লিভিং ট্রাস্টের সেক্রেটারী জেনারেল ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মোঃ ফজলেরাব্বী খানের মতে বাংলাদেশে মোট জনসংখ্যার সকলে যদি আজ থেকে মাস্ক ব্যবহার শুরু করেন, তাহলে ১৪-১৫ দিন পর করোনা ভাইরাসে সংক্রমণ ১% এর নিচে নেমে আসবে, যেটা এখন ২২-২৩ % এ আছে।

করোনা প্রতিরোধে মাস্কের ভূমিকা নিয়ে পরিবর্তন ডটকমকে দেয়া এক একান্ত সাক্ষাতকারে তিনি এমন মত প্রকাশ করেন। ডা. ফজলেরাব্বী বলেন, ‘করোনা প্রতিরোধে মাস্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। করোনা প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক অনেক নির্দেশনা আছে। তবে আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনায় যদি আমরা তিনটা ফান্ডামেন্টাল বিষয়কে ধরি, যেটাকে আমেরিকান সিডিসি রিকমান্ড করেছে। এই তিনটা ফান্ডামেন্টালের মধ্যে এক হলো হাত ধোয়া, দুই- মাস্ক ব্যবহার করা ও তিন- একে অপরের কাছ থেকে এক মিটার দূরত্বে থাকা।’ তিনি বলেন, ‘মাস্ক কতোটা গুরুত্বপূর্ণ আমি একটু উদাহারণ দেই। এখন থেকে যদি আমরা সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষ মাস্ক ব্যবহার করি, ঠিক ১৪-১৫ দিন পরে করোনা ভাইরাসে সংক্রমণ ১% এর নিচে নেমে আসবে, যেটা এখন ২২-২৩ % এ আছে।

SHARE THIS ARTICLE