মিস ইউনিভার্স হলেন আর’বনি গ্যাব্রিয়েল (ভিডিও)

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মিস ইউনিভার্সের ৭১তম আসরে মুকুট জিতলেন আর’বনি গ্যাব্রিয়েল। বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ মডেল। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে মিস ইউনিভার্সের জমকালো আসরটি বসে। এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনিজুয়েলা আমান্ডা ডুডামেল ও তৃতীয় মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ। মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু।

মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের আর`বনি গ্যাব্রিয়েল

২৮ বছর বয়সী গ্যাব্রিয়েলের জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার বাবা ফিলিপাইনের ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। সে হিসেবে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ হিসেবে নির্বাচিত হলেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে গ্যাব্রিয়েল পেশায় একজন মডেল, ফ্যাশন ডিজাইনার ও সেলাই প্রশিক্ষণ। পরিবেশবান্ধব পোশাক ডিজাইনার হিসেবেও পরিচিতি আছে তার।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গ্যাব্রিয়েলকে প্রশ্ন করা হয়, তিনি যদি মিস ইউনিভার্স খেতাব জেতেন কী করবেন?

সাবলীলভাবেই গ্যাব্রিয়েল বলেন, ‘‌আমি নিজেকে সমাজের একজন পরিবর্তনকারী নেতা হিসেবে দেখতে চাই। ১৩ বছর ধরে ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত আছি। আমি পরিবেশের দূষণ কমাতে পোশাক তৈরির কাজে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করি। পাচার চক্র ও গার্হস্থ্য সহিংসতার হাত থেকে বেঁচে আসা নারীদের আমি সেলাইয়ের কাজে নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। পরবর্তী সময়েও আমি এ ধারা বজায় রেখে কাজ করব। ‌আমি সবসময় বিশ্বাস করি আমরা যখন আমাদের সমাজে ভালো কিছু করব, তখন একটা পরিবর্তন আসবেই। প্রতিটি মানুষের মাঝেই গুণ রয়েছে। আর যখন সেটা আবিষ্কার করে কোনো ভালো কাজে ব্যবহার করা হয়, তখন সেটা ভালো কিছুই নিয়ে আসে।’

নতুন মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল | প্রথম আলো

কালো রঙের জমকালো ক্রিস্টাল আর সিকোয়েন্সের গাউনে আর’বনি গ্যাব্রিয়েলকে অপূর্ব সুন্দর লাগছিল। এর সঙ্গে মানানসই পাথরের গহনা পড়েছিলেন তিনি। মিস ইউনিভার্সের সেরার মুকুট জেতার পর নিজের ভাবনা তুলে ধরে গ্যাব্রিয়েল জানান, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে কাজ করবেন, যাতে তারা নিজেকে জানতে পারেন।

এবারের আসরে মিস ইউনিভার্সের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছিল ভুটান। মাঝখানে কয়েক বছর অংশ না নেয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমারসহ আরো বেশ কয়েকটি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন এবারে। মিস ইউনিভার্স ২০২২-এর আসরে সেরা ১৬ প্রতিযোগীর তালিকায় স্থান করে নিয়েছিলেন ভারতের প্রতিযোগী দিবিতা রাই।

SHARE THIS ARTICLE