মুনিয়ার আত্মহত্যা: বসুন্ধরার এমডির বিরুদ্ধে করা নুসরাতের মামলাটি মিথ্যা প্রমাণিত

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দেশের বৃহত্তর শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে তরুণীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ পুলিশের তদন্তে প্রমাণিত হয়নি। ফলে এ মামলা থেকে আনভীরকে অব্যাহতি দেওয়ার সুপারিশ জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে গুলশান থানা পুলিশ। আগামী ২৯ জুলাই এ প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

ফেসবুকে ছবি আপলোড করাই কাল হলো মুনিয়ার

রাজধানীর গুলশানে বড় বোন নুসরাতের ভাড়া করা ফ্ল্যাট থেকে গত ২৬ এপ্রিল মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ‘আত্মহত্যা প্ররোচনার’ অভিযোগ এনে বসুন্ধরার এমডিকে একমাত্র আসামি উল্লেখ করে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া।

মুনিয়ার ডায়েরি উ'দ্ধার! বেরিয়ে আসছে চা'ঞ্চল্যকর ত'থ্য | Beanibazar View24

এরপর দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করে পুলিশ। আদালতে দায়ের করা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ মামলায় যাকে অভিযুক্ত করে আসামি করা হয়েছে, আদতে ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততাই ছিল না। বসুন্ধরা এমডির বিরুদ্ধে করা মামলাটি ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যপ্রনোদিত বলে মনে করছেন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

SHARE THIS ARTICLE