মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল না রাখার সিদ্ধান্ত

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্ক: পর্তুগিজ সুপারস্টার রোনালদোর এক কাণ্ডে এবারের ইউরোর শুরুর দিকে তোলপাড় সৃষ্টি হয়েছিল বিশ্ব ফুটবলে। সংবাদ সম্মেলনে কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন তিনি। এতে মাত্র আধঘণ্টার মধ্যে অবিশ্বাস্যভাবে কোকাকোলার ব্র্যান্ড দর কমে যায় ৪০০ কোটি ডলার।

এর রেশ কাটতে না কাটতেই একই রকম কাণ্ড ঘটান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা। তবে স্বাস্থ্য সুরক্ষায় কোমল পানীয় নয়, ধর্মীয় অনুশাসন মানতে বিরক্তিভরে বিয়ারের বোতল সরিয়ে দেন পগবা।

সেই ঘটনার পর উয়েফা কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। পগবার ছোট পদক্ষেপেই মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরো কাপের আয়োজকরা। এজন্য আগেই দলগুলোকে জিজ্ঞেস করে নেওয়া হবে, সংবাদ সম্মেলনে কোন খেলোয়াড় আসছেন এবং সামনে হেইনেকেন বিয়ারের বোতল রাখা থাকলে তার সমস্যা আছে কি না।

ইতোমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নও করা হয়েছে। পগবার আরেক মুসলিম সতীর্থ করিম বেনজেমার সামনে রাখা হয়নি কোনো বিয়ারের বোতল। বুধবার রাতে পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ফ্রান্স।

SHARE THIS ARTICLE