মুসাফির

মুসাফির
“সৈয়দা সুলতানা রুমা”

ক্ষণস্থায়ী জীবন বলেই
আমরা মুসাফির,
তবুও জুলুম চলছে অবিচার
মোরা এই দুনিয়ার বীর।
পৃথিবীর এই রঙমন্ঞ্চে
দৌঁড়ছি বাঁধনহারা,
প্রভুর দয়ায় বাঁচি সবাই
নইলে নিলয় ছাড়া।

শক্তি আর বুদ্ধি কতো
ধরনী হাতের ভেতর,
আখিরাতের হিসেব কষলে
কাঁপবো থরথর।
কি করেছি কি দিয়েছি
কি নিয়েছি সাথে?
ররের প্রশ্নে হবো নাজেহাল
মোরা কঠিন আখিরাতে।

টাকায় মোদের বেঁচে থাকা
গরীব দুখীর মরণ,
নিজে খাই একা বাঁচি
করছি কি তাদের স্মরণ?

সবকিছুতেই আমার আমার
ভাবি মালিক নিজে!
ভুল গুলো আজ আঘাত করে
চক্ষু দু’খান ভিজে।

এসো,,,
নেক কাজে হবো ব্রত
সৃষ্টির সেবায় দৌঁড়াই,
পরকালে শ্রেষ্ঠ স্থান,
আমরা যেন পাই।

করবো মোরা শোকরগোজার
সকাল সন্ধ্যা রাতে,,
রবের যিকির নিয়ে মুখে
উঠবো সবাই প্রাতে।
তবেই পাবো রহম প্রভুর
দীর্ঘ পুলসিরাতে।।

SHARE THIS ARTICLE