মেক্সিকোতে বারে বন্দুকধারীর হামলা, নিহত ১০

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাজুয়াতো প্রদেশের একটি বারে অতর্কিত বন্দুকধারীর এলোপাথারি গুলিতে নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর গুয়ানাজুয়াতো প্রদেশের ‘এল এস্টাডিও’ নামক একটি বারে একদল সশস্ত্র লোক ঢুকে গ্রাহক ও কর্মচারীদের ওপর হঠাৎ করেই নির্বিচারে গুলি চালায়। অতর্কিত আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের।

মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

সেলায়া এবং কুয়েরেতারো শহরকে সংযুক্তকারী একটি হাইওয়ের পাশেই ওই বারটি অবস্থিত।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল হলেও এখানে জনপ্রিয় কিছু পর্যটন এলাকাও রয়েছে। কিন্তু সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামক দু’টি গ্রুপের মধ্যে বিরোধের কারণে এটি মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। এই হামলার ঘটনায় কোনো অপরাধী গ্রুপকে সন্দেহ করা হয়েছে কি না তা জানায়নি কর্তৃপক্ষ।Tweet

SHARE THIS ARTICLE