মোমবাতি জ্বালিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত সাবরিনাকে স্মরণ

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ পরীক্ষা দিতে ঢাকায় আসার সময় নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুর মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি গ্রেফতার চালক সাহাবুদ্দিন শিপনের দ্রুত বিচারসহ পরিবারের ক্ষতিপূরণ দাবি করেন শিক্ষার্থীরা।

মোমবাতি প্রজ্বলনের সময় মাহফুজ নাফি নামে সাবরিনার সহপাঠী বলেন, সাবরিনার স্মরণে আমাদের আজকের এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, যেন সাবরিনা হত্যার জন্য দায়ীদের দ্রুত বিচার এবং অতিসত্বর তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়। যতদিন এই ব্যবস্থা করা হবে না ততদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই প্রতিবাদ চলমান থাকবে।

jagonews24

আব্দুর রাজ্জাক নামের আরেক শিক্ষার্থী বলেন, সড়কে যেন মৃত্যু মিছিল কমছেই না। অনেক মেধাবী শিক্ষার্থী এর বলি হচ্ছে। এমন ঘটনায় বিচার হচ্ছে না বলে চালকরা সাহস পাচ্ছে। তাই সড়ক দুর্ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) সাবরিনা আক্তার মিতু ঢাকা আসার সময় দুপুর সাড়ে ১২টায় ঢাকা সোনাইমুড়ী হাইওয়েতে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার দিনই পালিয়ে যাওয়া ট্রাকচালক শাহাবুদ্দিন শিপনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সাবরিনার বাবা মোর্তুজা ভূঁইয়া বাদী হয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় সড়ক আইনে একটি মামলা করেন।

SHARE THIS ARTICLE