যুক্তরাজ্যে আরেকটি নবরূপী ভাইরাসের আগমনে উৎকণ্ঠা

আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ যুক্তরাজ্যে আরেকটি বিবর্তিত নবরূপী কোভিড ভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় বূতন ধরনের যে ভাইরাসটি ধরা পড়েছে, সেই নূতন ধরনের ভাইরাসে আক্রান্ত দুইজনকে শনাক্ত করেছে যুক্তরাজ্য। এই দুজনই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্যাক্তির সাহ্নিধ্যে ছিলেন বলে জানানো হয়েছে। নবরূপী এই ভাইরাসের সংক্রমণের ক্ষমতা সাম্প্রতিক যুক্তরাজ্যে শনাক্তকৃত নূতন ভাইরাস থেকে আরও বেশী বলেই ধারনা করা হচ্ছে।

নবরূপী এই ভাইরাস ধরা পড়ায় দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাজ্যে আগমনের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া যারা দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি যুক্তরাজ্যে এসেছেন তাদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন, যারা কোনভাবে দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি আসা কারো সংস্পর্শে এসেছেন তাদেরকেও কোয়ারেনটাইন করার জন্য বলা হয়েছে।

এদিকে গতকাল যুক্তরাজ্যে নূতন সংক্রমিতের সংখ্যা ছিল ৪০,০০০ আর মৃতের সংখ্যা ছিল ৭৪৪ জন। এই পরিসংখ্যান বিগত এপ্রিলের পর সর্বোচ্চ। এই দ্রুত হারে সংক্রমণ বেড়ে যাবার কারনে ইতিমধ্যে সরকার থেকে নূতন করে সর্বোচ্চ, টিয়ার-৪, বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং আগামী ২৬শে ডিসেম্বর থেকে দক্ষিণ ইংল্যান্ডে আরও অঞ্চল জুড়ে এই সর্বোচ্চ বিধিনিষেধ আরোপিত হতে যাচ্ছে।

সারা যুক্তরাজ্য জুড়ে অসুস্থদের সামাল দিতে এন এইচ এস কর্মীরা হিমসিম খাচ্ছেন, হাসপাতালে উপচে পড়া ভিড়। অনেকের ধারনা ইতিমধ্যে অনেক রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেবার প্রয়োজনীয়তা থাকলেও স্থান সংকুলান করা যাচ্ছে না। স্বাস্থ্য ব্যাবস্থা ইতিমধ্যে বিপর্য্যস্ত হয়ে গেছে আর সেই সাথে যুক্ত হয়েছে ব্রেক্সিট সমস্যা এবং নবরূপী ভাইরাসের কারণে বিশ্বের সাথে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যাবস্থা। দেখার পালা বরিস জনসন কতদিন আর এই বিপর্য্যস্ত ব্যাবস্থায় রাজনীতি সামাল দিয়ে ক্ষমতায় থাকতে পারেন?

Covid-19 has revolutionised the NHS | Financial Times
SHARE THIS ARTICLE