যুক্তরাজ্য বিএনপি সভাপতির সিলেটের বাড়িতে হামলা, অগ্নিসংযোগঃ আয়ারল্যান্ড বিএনপির নিন্দা ও প্রতিবাদ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের সিলেটের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ এপ্রিল) ভোরে আব্দুল মালেকের দক্ষিণ সুরমার তেতলী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে- এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে কটূক্তি করায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে হয়ে সিলেট জেলা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে তার তেতলী গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ইটপাটকেল ছুড়ে। পরে বাড়ির বাইরে একটি স্থানে অগ্নি সংযোগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন- ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ যাওয়ার পরপরই ক্ষুব্ধ হওয়া লোকজন চলে যান।

আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির ও সাধারণ সম্পাদক কবির আহম্মেদ এক যুক্ত বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির সন্মানিত সংগ্রামী সভাপতি এম এ মালিকের সিলেটের বাড়িতে ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আয়ারল্যান্ড বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

SHARE THIS ARTICLE