আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের এক বছর উপলক্ষে সংবাদ সম্মেলন করবেন। আগামী বুধবার স্থানীয় সময় বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানায় হোয়াইট হাউস। প্রেসিডেন্ট হিসেবে এটি তার দশম সংবাদ সম্মেলন। খবর সিবিএস নিউজ
সিবিএস নিউজ জানায়, ডেমোক্রেট নেতা তার রিপাবলিকান পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কম সংবাদ সম্মেলন করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম বছরেই ২২ বার সংবাদ সম্মেলন করেছিলেন।
জো বাইডেন কিছু জটিল চ্যালেঞ্জের মধ্য দিয়ে প্রথম বছর অতিক্রম করেছেন। যেমন রেকর্ড মূল্যস্ফীতি, কভিডের উচ্চ সংক্রমণ, নিজ দলের মধ্যে বিরোধিতা ও আইনী এজেন্ডা নিয়ে বেশ চাপের মধ্যে পড়েন জো বাইডেন। তবে কিছু অর্জনও রয়েছে বাইডেনের। এখন পর্যন্ত তার সবচেয়ে বড় আইনী কৃতিত্ব হলো, দ্বিদলীয় অবকাঠামো আইন। দায়িত্ব গ্রহণের পর তিনি ঘোষণা দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার সারা দেশে ছোট সেতুগুলো আবারো সংস্কার করবে। এর ব্যয় নির্ধারণ করেছেন ২ হাজার ৭৫০ কোটি ডলার। প্রথম বছরে তার আরো উল্লেখযোগ্য অর্জন হলো, কভিডের টিকা বৈষম্য কমিয়ে আনা। পাশাপাশি দায়িত্ব নেয়ার প্রথম বছরে দেশে টিকা নেয়ার লোকের সংখ্যাও ব্যাপক বেড়েছে।
৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেন ২০২১ সালের ২০ জানুয়ারি। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম সংবাদ সম্মেলন হয়েছিল গত বছরের মার্চে। হোয়াইট হাউস ছাড়াও বাইডেন যুক্তরাজ্য, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও ইতালিতে সংবাদ সম্মেলন করেছেন।