যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নিজের সাবেক স্ত্রীসহ ৬ জনকে গুলি করে হত্যা

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নিজের সাবেক স্ত্রীসহ ৬ জনকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হলেও বেঁচে গেছেন সাবেক স্ত্রীর বর্তমান স্বামী। বাড়ির ভেতরে ও বাইরে মোট ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবারের এ হত্যাকাণ্ডের ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, টেনেসির মেমফিস থেকে প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে ছোট শহর আরকাবুতলাতে এই ঘটনা ঘটে। সেখানকার শেরিফ জানান, গ্রেপ্তারকৃত হামলাকারী একের পর একজনকে গুলি করে হত্যা করেছে। তার সাবেক স্ত্রী যে বাড়িতে থাকতেন তার ভেতরে এবং বাইরে মরদেহগুলো পাওয়া গেছে। হামলার পর সন্দেহভাজন খুনি একটি গাড়িতে বসে ছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে।

আন্তর্জাতিক | যুক্তরাষ্ট্রে সাবেক স্ত্রীসহ ৬ জনকে গুলি করে হত্যা

হামলাকারীর বয়স ৫২ বছর। তিনিও ওই একই এলাকার বাসিন্দা।

বর্তমানে হামলাকারীবে কাউন্টি জেলে রাখা হয়েছে। এমন সহিংস হামলার কারণ কি তা এখনও জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, হামলাকারী একাই এই হত্যাযজ্ঞ চালিয়েছে। তবে তার কাছে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল। আরকাবুতলায় মাত্র ৩০০ মানুষ বাস করে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে একের পর এক অঙ্গরাজ্যে বন্দুকহামলার ঘটনা বেড়েই চলেছে। সর্বশেষ এই গুলির ঘটনা ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ৭৩তম বন্দুক সহিংসতার ঘটনা। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটে ৪১৭টি। পরের বছরগুলোতে সেই সংখ্যা আরও বাড়ে। আর গত বছর এ হামলা হয় প্রায় সাড়ে ৬শ।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) রিপোর্ট অনুযায়ী, আইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অবাধ সুযোগে যুক্তরাষ্ট্রের ৩৩ কোটি নাগরিকের হাতে রয়েছে ৩৯ কোটি ৩০ লাখ আগ্নেয়াস্ত্র। সে হিসেবে প্রতি ১০০ জনের বিপরীতে আগ্নেয়াস্ত্র রয়েছে ১২০টি।

SHARE THIS ARTICLE