যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ২৬

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যে ভয়াবহ ঝড়ে গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত  অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। দানবীয় এই  ঝড়ের সাথে রয়েছে প্রচুর ধুলোবালি, টর্নেডো এবং দাবানল। ফলে কানসাসের জনজীবনকে স্তব্ধ করে দিয়েছে।

পশ্চিম কানসাসে শুক্রবার বিকেলে শুরু হওয়া ধুলোবালির এই ঝড়ে বাতাসের গতি ঘণ্টায় ৯০ মাইলেরও বেশি ছিল। শারমান কাউন্টিতে একটি মহাসড়কে দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি চলে যাওয়ায় একাধিক গাড়ির সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। এরপর রাতে পূর্ব কানসাসে ঝড়টি টর্নেডোর রূপ নেয়। কানসাস সিটির কাছে ওভারল্যান্ড পার্ক ও উইচিটায় বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানে, যেখানে বাড়িঘর ধ্বংস এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, এই ঝড়ের সঙ্গে জড়িত দাবানল কানসাসের গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ে, যা শতাধিক বাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুষ্ক মাটি ও তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজছে।

কানসাসের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় গার্ড মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মাইকেল জনসন বলেন, “এটা যেন প্রকৃতির রাগ। আমি জীবনে এমন কিছু দেখিনি।”

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, এই ঝড় এখনও পুরোপুরি শান্ত হয়নি। পূর্ব দিকে মিসিসিপি উপত্যকার দিকে এটি অগ্রসর হচ্ছে এবং আরও টর্নেডোর আশঙ্কা রয়েছে। কানসাসের মানুষ এখন ধ্বংসলীলার মধ্যে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

SHARE THIS ARTICLE